সড়কে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে ন্যাশনাল লাইফের ছাতা বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের চলমান পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন কোমলমতি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। রাজধানী ঢাকাসহ সারাদেশের সড়কের ট্রাফিক কন্ট্রোল হচ্ছে তাদের মাধ্যমে। অন্যান্য দিনের মতো রোববার (১১ আগস্ট) বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করেন শিক্ষার্থীরা। 

বৃষ্টিতে ভিজে সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা সাহাযার্থে এগিয়ে আসে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির পক্ষ থেকে ফার্মগেইট, বিজয়স্মরণী  ও কাওরান বাজার সার্ক  ফোয়ারায় দায়িত্ব পালনরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের হাতে ছাতা তুলে দেয়া হয়।

কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনিসহ অন্য কর্মকর্তারা ছাতা বিতরণ কাজে অংশ নেন।