জেনিথ ইসলামী লাইফের মাসিক ব্যবসা পরিকল্পনা সভা
সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সংগঠন প্রধানদের সমন্বয়ে মাসিক ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) কোম্পানির প্রধান কার্যালয়ে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। সভার সঞ্চালনায় ছিলেন উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দীন।
সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা সংগঠন প্রধানগণকে আগস্ট ২০২৪ ক্লোজিং সফলভাবে সম্পন্ন করার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।