সড়কে শৃঙ্খলার দায়িত্বপালনকারী শিক্ষার্থীদের মাঝে ডেল্টা লাইফের ছাতা বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি: বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের শিক্ষার্থীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। এই চলমান পরিস্থিতিতে সকল বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দিনে রাতে নাগরিকদের নির্বিঘ্নে যাতায়াত সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।
দৃষ্টান্তমূলক এই কাজে স্বেচ্ছাসেবীদের পাশে থেকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে গুলশান সার্কেল-২ এ দায়িত্বপালনকারী শিক্ষার্থী ও কর্তব্যরত ট্রাফিকদের মাঝে সম্প্রতি শুভেচ্ছা স্বরুপ ছাতা বিতরণ করা হয়েছে।
এসময় কোম্পানির ইভিপি (এইচআর) মো. আসাদুজ্জামান মল্লিক, ইভিপি (গ্রুপ) রাজীব কান্তি সাহা, এসভিপি (সংস্থাপন) কমান্ডার এ.এইচ.এম শামীম (অবসরপ্রাপ্ত), এবং ভিপি (জনসংযোগ) মারুফুল হাসান কায়সার উপস্থিত ছিলেন।