১১তম বার্ষিক সাধারণ সভা

চার্টার্ড লাইফের ২.৫% নগদ লভ্যাংশ অনুমোদন

সংবাদ বিজ্ঞপ্তি: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হাইবিড/ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের সভাপত্বিত্বে এই সভার আয়োজন করা হয়।

শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২৩ সালের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পর্ষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এসময় কোম্পানির চেয়ারম্যান প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন করেন।

সভায় ভার্চুয়াল প্লাটফর্মে আরো অংশগ্রহনকারি ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় শেয়ারহোল্ডারগণ আয় ব্যয়ের হিসাব বিবরনীর উপর বক্তব্য উপস্থাপন করেন এবং শেয়ারহোল্ডারের আর্থিক বিবরনীর উপর প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা।

ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণকারী বিনিয়োগকারীবৃন্দ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যাক্ত করে আগামীতে নগদ লভ্যাংশ আরো বারিয়ে দেওয়ার প্রত্যাশা করে কোম্পানির ধারাবাহিক সমৃদ্ধি কামনা করেন। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব।