নেপালে আন্তর্জাতিক সম্মেলনের বক্তা এস এম জিয়াউল হক

সংবাদ বিজ্ঞপ্তি: ইনক্লুসিভ ইন্স্যুরেন্সের উপরে ২০২৪ সালের আন্তর্জাতিক সম্মেলন আগামী ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নেপালের কাঠমন্ডুর ঐতিহাসিক লাল দরবার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৩ অক্টোবর চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক, এফএলএমআই প্যারালাল সেশন-১ এ ‘টপ লাইন এবং বটম লাইন স্ট্রাটেজিস ফর ইনক্লুসিভ ইন্স্যুরেন্স’ এর উপরে কী-নোট স্পিকার হিসেবে আলোচনা করবেন।

এছাড়াও ৫০ টির বেশি দেশের ইন্স্যুরেন্স এক্সপার্টরা উদীয়মান বাজারের জন্য অন্তর্ভুক্তিমূলক বীমাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উপায় এবং অর্থনৈতিক কর্মক্ষমতা চিহ্নিতকরণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

৫০টির বেশি দেশের ইন্স্যুরেন্স ও রি-ইন্স্যুরেন্স কোম্পানি, ব্রোকার, ডিস্ট্রিবিউশন চ্যানেল, টেকনোলজি প্রোভাইডার, ইনভেস্টমেন্ট ফান্ডস, আন্তর্জাতিক সংস্থা, এনজিও এবং ডেভেলপমেন্ট এইড এজেন্সি এবং সেই সাথে শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং ইন্স্যুরেন্স সুপারভাইজাররা সম্মেলনে যোগ দেবেন।

প্রতিনিধিরা বর্তমান প্রবৃদ্ধির প্রবণতা এবং উদীয়মান বাজারের ঝুঁকি নিয়ে মতামত বিনিময় করবেন এবং সফলভাবে তা বাস্তবায়নের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। সম্মেলনে আন্তবিভাগীয় শ্রোতাদের সম্বোধন করে মূল বিষয়গুলির উপর ২০টিরও বেশি সেশনে প্রায় ৮০ জন বক্তা উপস্থিত থাকবে।

মিউনিচ ফাউন্ডেশন এবং মাইক্রোইন্স্যুরেন্স নেটওয়ার্কের সহযোগিতায় নেপাল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, লাইফ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন নেপাল, নেপাল মাইক্রোইনন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং নেপাল ইন্স্যুরেন্স অথরিটি এই সম্মেলনের আয়োজন করেছে।