চট্টগ্রামে ডেল্টা লাইফের একক ও গণ-গ্রামীণ বীমার উন্নয়ন সভা
সংবাদ বিজ্ঞপ্তি: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলে একক ও গণ-গ্রামীণ বীমার উন্নয়ন কর্মীদের নিয়ে বর্ষ সমাপনী উপলক্ষে উন্নয়ন সভার আয়োজন করেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টার ও মেরিটাইম মিউজিয়ামে পৃথক দুটি উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু এফসিএমএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২৪ সালের বর্ষ সমাপনীতে লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গণ-গ্রামীণ বীমার প্রধান আনোয়ারুল হক এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন প্রশাসন, একক বীমা) মো. ফরহাদ জলিল উপস্থিত ছিলেন।
উন্নয়ন সভায় চট্টগ্রাম অঞ্চলের ইউনিট ম্যানেজার থেকে তদুর্ধ্ব উন্নয়ন কর্মী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।