প্রাইম ইসলামী লাইফ ও মাভাবিপ্রবির মধ্যে স্বাস্থ্য বীমা চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুধবার (৪ ডিসেম্বর) গ্রুপ স্বাস্থ্য বীমা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম উপস্থিত ছিলেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হিসাব-চলতি দায়িত্ব) মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মোতালেব।

এ ছাড়াও প্রাইম ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মো. আনিছুর রহমান মিয়া, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের ভিপি মো. সাদিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।