আইডিআরএ’র নবনিযুক্ত সদস্যদের বাংলাদেশ তাকাফুল ফোরামের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নতুন চার সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ তাকাফুল ফোরাম (বিটিএফ) । ফোরামের আহবায়ক ড. আ ই ম নেছার উদ্দীনের নেতৃত্বে এই শুভেচ্ছা করা হয়।
এসময় বিটিএফ সেক্রেটারি জেনারেল আশরাফুজ্জামান আমজাদ এবং আহবায়ক কমিটির সদস্য মোস্তফা জামাল, মো. আবদুর রহিম ও জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন সদস্যরা মো. ফজলুল হক (প্রশাসন), তানজিনা ইসমাইল (আইন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ) ।
কর্তৃপক্ষের সদস্যদের সাথে এসময় দেশে ইসলামী বীমার উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে বাংলাদেশ তাকাফুল ফোরামের কার্যক্রম ও পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।
বর্তমানে পূর্ণাঙ্গ শরীয়াহ পরিপালনে ইসলামী বীমা তাকাফুল বিধিমালা (যেটির খসড়া চূড়ান্ত হয়ে অর্থ মন্ত্রণালয়ে রয়েছে) সেটি প্রণয়নেও ফোরাম থেকে লিখিত মতামত প্রদান করা হয়েছে বলে সদস্যদের অবহিত করা হয়।
একইসাথে তাকাফুল বিধিমালাটি দ্রুত গেজেট আকারে প্রকাশ করার বিষয়ে সদস্যদেরকে জোরালো ভূমিকা গ্রহণের দাবী জানানো হয়।