জেনিথ ইসলামী লাইফের সাথে স্মার্ট ইজিহেলথ এর করপোরেট চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে স্মার্ট ইজিহেলথ। রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে বেগম রোকেয়া স্মরণীতে স্মার্ট ইজিহেলথ এর প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় স্মার্ট ইজিহেলথ বাংলাদেশ লিমিটেড এখন থেকে জেনিথ ইসলামী লাইফের বীমা সেবা গ্রাহক পর্যায়ে বিক্রি করতে পারবে।

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান এবং স্মার্ট ইজিহেলথ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন স্মার্ট ইজি হেলথ এর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জিসান, পরিচালক (প্রশাসন) ও প্রধান বিপনন কর্মকর্তা মোহাম্মদ সাজিদুল আনোয়ার, হেড অব ট্রেনিং বদিউজ্জামান সেলিম।

জেনিথ ইসলামী লাইফের এসভিপি মোহাম্মদ শাহাদাৎ হোসেন, এসভিপি মোহাম্মদ নিজাম উদ্দিন, ভিপি মোহাম্মদ আনোয়ার হোসেন সরকারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।