মেয়াদোত্তর সাড়ে ১০ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করল ন্যাশনাল লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি: বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল ব্যানার্জীর হাতে ১০ লাখ ৬৩ হাজার ১৩২ টাকার মেয়াদোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এ চেক হস্তান্তর করেন।
সজল ব্যানার্জী ২০০৩ সালে ন্যাশনাল লাইফে ২১ বছর মেয়াদী ৫ লাখ টাকার একটি পলিসি গ্রহণ করেন। ইতিপূর্বে তিনি ১ লাখ ২৫ হাজার টাকা করে দুটি সারভাইবাল বেনিফিট করেন। সর্বশেষ পলিসির মেয়াদ শেষে তিনি লাভসহ পান আরো ১০ লাখ ৬৩ হাজার ১৩২ টাকা।
সজল ব্যানার্জী বলেন, ন্যাশনাল লাইফের সেবায় আমি সন্তুষ্ট। সারভাইবাল বেনিফিট ও মেয়াদোত্তর বীমা দাবির চেক পেতে কোন হয়রানি কিংবা জটিলটা হয়নি। ন্যাশনাল লাইফের পলিসি বোনাসও বেশী। যার কারণে ৫ লাখ টাকার পলিসি করে আমি সর্বমোট ১৩ লাখ ১৩ হাজার ১৩২ পাই।
তিনি বলেন, টাকা বড় বিষয় নয়, বীমায় আবৃত থাকলে রিক্স কভার হয়, ভবিষ্যৎ যে কোন অনিশ্চিত পরিস্থিতিতে আর্থিক লাভের সুযোগ থাকে। আমার মতে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের বীমা থাকা প্রয়োজন। ন্যাশনাল লাইফের মতো প্রত্যেক কোম্পানি সেবা দিতে পারলে দেশের বীমা শিল্প এগিয়ে যাবে।