গ্রাহকসেবায় আরেক ধাপ এগিয়ে জেনিথ লাইফ, ‘হ্যালো ডাক্তার ২৪/৭’ সেবা চালু

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে সরকার গঠন করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। আর জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চালু করেছে ‘হ্যালো ডাক্তার ২৪/৭’।

এখন থেকে জেনিথ ইসলামী লাইফের সকল রেজিস্টার্ড গ্রাহক উপভোগ করতে পারবেন ‘হ্যালো ডাক্তার ২৪/৭’ সেবাটি।

হ্যালো ডাক্তার ২৪/৭ -এ রেজিষ্ট্রেশন করে জেনিথ লাইফের গ্রাহকরা যেসব সুবিধা উপভোগ করতে পারবেন তার মধ্যে রয়েছে-

রেজিষ্টার্ড ডক্টরের কাছ থেকে মোবাইল এবং এ্যাপসের মাধ্যমে গ্রাহক এবং নিকটবর্তী পরিবারের সদস্য যেমন- স্বামী/স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোনদের জন্য ২৪ ঘন্টা আনলিমিটেড চিকিৎসা পরামর্শ;

অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ, পুষ্টিবিজ্ঞানী, মনোবিজ্ঞানীর কাছ থেকে চিকিৎসা পরামর্শ;

প্রযোজ্য ক্ষেত্রে ইলেক্ট্রনিক এবং এসএমএস প্রেসক্রিপশন প্রদান;

চিকিৎসার প্রয়োজনে মেডিকেল এডভাইস এবং ফলো-আপ চিকিৎসা সুবিধা;

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসযন্ত্রের রোগ এবং গর্ভাবস্থার জন্য বিশেষ চিকিৎসা পরিষেবা;

সারা দেশের ৫০০+ পার্টনার হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার হতে ১০%-৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।

এই সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক গ্রাহককে সামান্য রেজিষ্ট্রেশন ফি প্রদান করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট গ্রাহক তার জীবন বীমা পলিসির প্রিময়িামের সাথে রেজিষ্ট্রেশন ফি প্রদান করতে পারবেন।

প্রত্যেক একক বীমা পলিসি গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন। তিনি ইচ্ছে করলে যে কোন সময় এই সুবিধা বাতিল বা চালু করতে পারবেন।

জেনিথ লাইফের যে কোন রেজিষ্টার্ড অফিস হতে ফরম সংগ্রহ করে বর্তমান পলিসি গ্রাহকগণও ‘হ্যালো ডাক্তার ২৪/৭‘ এর সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।