বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে প্রাইম ইসলামী লাইফের শোক

সংবাদ বিজ্ঞপ্তি: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও প্রাইম ইসলামী লাইফের শরীয়া কাউন্সিলের সদস্য মোহাম্মদ আবদুর রউফ আর নেই। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বিগত দুই দশক ধরে প্রাইম ইসলামী লাইফের শরীয়া বিষয়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সিদ্ধান্ত দিয়ে বীমা কোম্পানিটির অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা পালন করেছেন।

এই প্রেক্ষিতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।