রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের মধ্যে করপোরেট চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের মাঝে সম্প্রতি একটি করপোরেট মেডিকেল চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই চুক্তির ফলে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সকল বীমা গ্রাহক ও কর্মকর্তা কর্মচারী প্যাথোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে ৩৫%, রেডিওলজিক্যাল টেস্টের ক্ষেত্রে ২০%, ভর্তিকৃত রোগীর সিট ভাড়ার ক্ষেত্রে ১০% ছাড় এবং স্বাস্থ্য বীমার আওতায় থাকা সকল গ্রাহক ক্যাশলেস সুবিধায় চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

চুক্তিপত্রে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক (অর্থ ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরদার আব্দুর রাজ্জাক স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক মাহিম রহমান জিম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য আর্থিক কর্মকর্তা মিঠুন চন্দ্র পাল এফসিএ সহ কোম্পানির উর্ধ্বতন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের এক্সিকিউটিভ পরিচালক মো. মুরাদ হোসাইন খান, জেনারেল ম্যানেজার মো. শহিদুল আলম রিপন সহ হাসপাতালের  উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।