২৬ হাজার টাকা প্রিমিয়াম দিয়ে জেনিথ লাইফের গ্রাহক পেলেন ১ লাখ ২৪ হাজার টাকা

সংবাদ বিজ্ঞপ্তি: মেহেরপুরের গাংনীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এজেন্সী অফিস উদ্বোধন এবং বীমা গ্রাহক সালেহা বেগমের মৃত্যুদাবির ১ লাখ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান পলিসির নমিনী মো. রুহুল আমিনের নিকট এই চেকটি হস্তান্তর করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, সংগঠন প্রধান মো. জাহাঙ্গীর আলম, অবলিখন ও কাস্টমার সার্ভিস বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ডিএমডি (উন্নয়ন) ইব্রাহিম খাঁন টুলু।

সভার সভাপতিত্ব করেন গাংনী এজেন্সী অফিস ইনচার্জ মো. শাকিল আহম্মেদ। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বীমা গ্রাহক সালেহা বেগম মাত্র ২৬ হাজার টাকা দিয়ে মৃত্যুবরণ করেন।