বিআইপিডির প্রথম অংশগ্রহণমূলক প্রশিক্ষণ: নন-লাইফ বীমা কর্মীদের দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) প্রথমবারের মতো নন-লাইফ বীমা কর্মীদের জন্য আয়োজন করেছে অংশগ্রহণমূলক দুই দিনব্যাপী সার্টিফাইড প্রশিক্ষণ কোর্স ‘বেসিক ইন্স্যুরেন্স কোর্স ফর মার্কেটিং ফোর্স’। কোর্সের দুই পর্ব ১১ অক্টোবর ও ১৮ অক্টোবর, ২০২৫-এ সফলভাবে অনুষ্ঠিত হয় এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপিডি ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রাইম ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ, এফসিএ।
প্রশিক্ষণ সেশনগুলোতে বক্তৃতা ও নির্দেশনা দেন বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী, এসিআইআই, প্রাইম ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার ভৌমিক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অবলিখন) এস এম শফি উল্ল্যাহ, বিআইপিডি একাডেমিক কাউন্সিলের সদস্য এ কে এম এহসানুল হক, এফসিআইআই এবং কে. এম. দস্তুুর এন্ড কোং-এর জেনারেল ম্যানেজার ইয়াসিন এ খান, এসিআইআই।
প্রাইম ইন্স্যুরেন্সের প্রায় অর্ধশত বিক্রয় ও উর্ধ্বতন কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকালে বীমা বিজ্ঞানের মৌলিক ধারণা, নন-লাইফ পলিসি কাঠামো, অবলিখন ও ঝুঁকি মূল্যায়ন, প্রোডাক্ট সেলস ও মার্কেটিং কৌশল, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা এবং দাবি (ক্লেইম) প্রক্রিয়া ও নিষ্পত্তি সম্বন্ধে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান অর্জন করেন।