কুমিল্লা ও চাঁদপুরে পপুলার লাইফের ৭ কোটি টাকার দাবি পরিশোধ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা ও চাঁদপুরে ২ হাজার ৯০৭ বীমা গ্রাহকের ৭ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৩৫ টাকার দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এ উপলক্ষ্যে গত ১৫ নভেম্বর কুমিল্লায় এবং ১৪ নভেম্বর চাঁদপুরে চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, নির্বাহী পরিচালক ও ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের ঊর্ধ্বতন পরিচালক সৈয়দ সুলতান মাহমুদ, নির্বাহী পরিচালক ও জনপ্রিয় বীমা প্রকল্পের পরিচালক মো. কামাল হোসেন মহসিন, নির্বাহী পরিচালক ও আল বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের পরিচালক মো. সেলিম মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের ১ হাজার ৬৬৭ গ্রাহকের বীমা দাবি বাবদ ৪ কোটি ৪৫ লাখ ৪১ হাজার ১৫৩ টাকার চেক হস্তান্তর করা হয়।

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনু্ষ্ঠিত গ্রাহক সমাবেশেও প্রধান অতিথি ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের অতিরিক্ত পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জল।

বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন। এছাড়া মো. কামাল হোসেন, মো. সেলিম মিয়া, এসএম খলিলুর রহমান দুলাল, সৈয়দ আমিনুল ইসলাম, মো. সুমন আকন, মো. শামছুজ্জামান সেলিম, মো. শওকত আকবর যোবায়ের বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চাঁদপুরের ১ হাজার ২৪০ বীমা গ্রাহককে ২ কোটি ৮৬ লাখ ২১ হাজার ৮৮২ টাকার চেক হস্তান্তর করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)