বীমার টাকা পেতে পানিতে ডুবিয়ে স্ত্রীকে হত্যা!

ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমা দাবির টাকা পেতে স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে জাপানের ওসাকার এক বাসিন্দার বিরুদ্ধে। এ ঘটনায় গত বৃহস্পতিবার তাকে আটক করেছে স্থানীয় পুলিশ। জাপান টাইমস এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, স্ত্রী হত্যায় অভিযুক্তের নাম তাকাশি নোডা। ২৯ বছর বয়সী নোডা পেশায় গাড়ি চালক। ২০১৫ সালে শিহো নামে ২৮ বছর বয়সী এক রেস্টুরেন্ট ম্যানেজারকে বিয়ে করেন তিনি। হত্যাকাণ্ডের আগে তাদের মধ্যে ডিভোর্সের কথা চলছিল বলে জানা গেছে।

২০১৭ সালের ১৮ জুলাই শিরাহামা শহরের পাশে ওকায়ামা প্রিফেকচারে স্ত্রী শিহোকে নিয়ে স্নোকারিং করতে যান নোডা। সেখানেই শিহোকে হত্যা করেন নোডা। এই হত্যাকাণ্ডকে তিনি দুর্ঘটনা বলে চালাতে স্থানীয় উদ্ধারকর্মীদের সহযোগিতা চান তার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য।

এ সময় তিনি উদ্ধারকর্মীদের জানান, শিহো যখন স্নোকারিং করছিলেন তখন তিনি বাথরুমে ছিলেন। সেখান থেকে ফেরার পর আর তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। তার ধারণা শিহো পানিতে ডুবে গেছে। তবে শিহো লাইসেন্সধারী স্কুবা ড্রাইভার ছিলেন বলে তার সমকর্মীরা জানিয়েছেন।

এদিকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিহোর মৃত্যু হয়। তবে এ সময় তার কোন জ্ঞান ছিল না। মৃত্যুর পর ময়না তদন্তে শিহোর শরীরে প্রচুর বালিকণা পাওয়া গেছে। যা থেকে তদন্তকারীদের ধারণা সৃষ্টি হয় যে, শিহোকে খুল অল্প পানির মধ্যে ডুবিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিহোর ৩০ মিলিয়ন ইয়েন (২ লাখ ৭৯ হাজার মার্কিন ডলার)'র জীবন বীমা কভারেজ ছিল। এর সুবিধাভোগী ছিলেন নোডা। ডিভোর্সের কথা চলায় শিহোর বীমার টাকা পেতে তাকে হত্যার পরিকল্পনা নেয় নোডা। পরিকল্পনা অনুসারে শিহোকে স্নোকারিং করতে নিয়ে যাওয়া হয়।

তাকাশি নোডা ২০১৭ সালের ডিসেম্বর থেকে ৪ বার আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন ধরণের অভিযোগ রয়েছে। তবে ৩টি মামলায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটকের পর নোডার বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।