বীমা দাবি পেতে ভারতের ওড়িশায় কৃষক বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএমএফবিওয়াই)’র আওতাধীন শস্য বীমার দাবি পেতে বিক্ষোভ করেছেন ভারতের কৃষকরা। আজ বুধবার ওড়িশা রাজ্যের সাম্বালপুর জেলা কালেক্টরেটের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশা টিভি এ খবর জানিয়েছে।

বিক্ষুব্ধ কৃষকরা জানিয়েছেন, শস্য সংগ্রহের দীর্ঘ দিন পরও বীমা দাবি না পেয়ে সম্প্রতি তারা কোঅপারেটিভ সোসাইটির সামনে বিক্ষোভ করেছেন। কিন্তু এরপরও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় আজ আবারো বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ প্রদর্শনের হুমকি দিয়েছেন আন্দোলনরত এসব কৃষক।

বিক্ষোভকারী কৃষকদের একজন সত্য কুমার হোতা। তিনি জানিয়েছেন, সরকারী কর্তৃপক্ষ এবং বীমা কোম্পানির কর্মকর্তারা এরইমধ্যে ফসল কাটার জরিপ পরিচালনা করেছেন। তবে এখন পর্যন্ত তারা সম্পূর্ণ বীমা দাবি পাননি। এ কারণে তারা আন্দোলন করতে বাধ্য হচ্ছেন, বলেন সত্য কুমার।

বিক্ষুব্ধ আরেক কৃষক সঞ্জিব কুমার পাতিল জানিয়েছেন, শস্য বীমার দাবি বাবদ তিনি এখন পর্যন্ত ২০ হাজার ৮শ’ রুপি পেয়েছেন। তবে এখনো তার পাওনা রয়েছে ৪১ হাজার রুপি। বীমা দাবির বাকী অর্থ পেতে লিখিত আবেদনও করেছেন তিনি। তবে এখন পর্যন্ত বাকী অর্থ পাননি সঞ্জিব কুমার পাতিল।