তিন অর্থ বছরে

সরকারকে ১১৩ মিলিয়ন ডলার ট্যাক্স রেভিনিউ দিয়েছে মিয়ানমা ইন্স্যুরেন্স

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিগত ৩ অর্থ বছরে রাষ্ট্রীয় বীমা কোম্পানি থেকে ১৮১.৭৩ বিলিয়ন কিয়াত তথা ১১৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ট্যাক্স রেভিনিউ পেয়েছে মিয়ানমার সরকার। সম্প্রতি ইয়াঙ্গুন রিজিয়ন পার্লামেন্টের এক অধিবেশনে দেশটির পরিকল্পনা ও অর্থ মন্ত্রী মিন্ট থাং এ তথ্য প্রকাশ করেছেন।

মিন্ট থাং এর তথ্য অনুসারে, রাষ্ট্রীয় এ বীমা কোম্পানি ২০১৫-২০১৬ অর্থ বছরে ৪৬.৩৯ বিলিয়ন কিয়াত, ২০১৬-২০১৭ অর্থ বছরে ৬৫.৬৭ বিলিয়ন কিয়াত এবং ২০১৭-২০১৮ অর্থ বছরে ৬৯.৬৭ বিলিয়ন কিয়াত ট্যাক্স রেভিনিউ প্রদান করেছে সরকারকে। স্থানীয় গণমাধ্যম ইলেভেন মিয়ানমার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

পার্লামেন্টের অধিবেশনে ইয়াঙ্গুন অঞ্চলের এমপি টিন্ট লুইন আঞ্চলিক সরকারের কাছে জানতে চান যে, জনগণকে বীমা সেবার আওতায় আনতে ও তাদের বোঝানোর জন্য সরকার কোন পদক্ষেপ নিচ্ছে কিনা এবং সরকারি ও বেসরকারি বীমা কোম্পানিগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে বীমা বিক্রি পূর্ণ সুযোগ পাচ্ছে কিনা।

টিন্ট লুইন এর এসব প্রশ্নের জবাবে মন্ত্রী মিন্ট থাং বলেন, আন্তর্জাতিক বীমা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে দেশে বীমা সেবা দিচ্ছে মিয়ানমা ইন্স্যুরেন্স। বীমা সেবায় দীর্ঘ দিনের অভিজ্ঞতাও রয়েছে এ কোম্পানির। তিনি আরো বলেন, সরকারি নীতিমালা মেনে সু-শৃঙ্খলভাবে দেশে বীমা ব্যবসা করছে প্রতিষ্ঠানগুলো।