ভোট পেতে ৫ হাজার কোটি রুপির শস্য বীমার ঘোষণা
ইন্টারন্যাশনাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে কৃষক শ্রেণীর সমর্থন পেতে ভারতের মধ্য প্রদেশে ৫ হাজার ৮১ কোটি ৮৬ লাখ টাকার দু’টি শস্য বীমা প্রকল্পের ঘোষণা দিয়েছেন মোদী সরকারের মূখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগামী ২৮ নভেম্বর রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
মধ্য প্রদেশে বর্তমানে বিজেপি ক্ষমতাসীন রয়েছে। তবে সাম্প্রতিক কয়েক বছরে কৃষকদের মাঝে ক্ষোভ আর প্রতিবাদের ঢেউ উঠেছে। কৃষকদের এই ক্ষোভ দূর করতে না পারলে টানা চতুর্থবারের মতো শিবরাজ সিং এর ক্ষমতায় আসার পথে মারাত্মক বাধা হয়ে দাঁড়াবে। এই প্রেক্ষিতে শস্য বীমার এ প্রকল্প ঘোষণা করলেন শিবরাজ।
প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (পিএমএফবিওয়াই)’র আওতায় নতুন করে দু’টি শস্য বীমা প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্রিয় সরকার। ১৫ হাজার ১৮১ কোটি রুপির এ বীমা প্রকল্পের ৫ হাজার হাজার ৮১ কোটি ৮৬ লাখ রুপি ব্যয় হবে মধ্য প্রদেশে। রাজ্যের ১৬ লাখ ৩৭ হাজার কৃষক জনপ্রতি গড়ে ৩১ হাজার ৩৬ রুপি আর্থিক সুবিধা পাবেন।
পিএমএফবিওয়াই ছাড়াও ভভান্তর ভুগতান যোজনা (বিবিওয়াই) নামে একটি প্রকল্প চালু করেছে মধ্য প্রদেশের বিজেপি সরকার। এই প্রকল্পের অধীনে ন্যূনতম সহায়তা মূল্য (এমএসপি) এবং বিক্রি হওয়া ফসলের মূল্যের পার্থক্যের পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে কৃষককে প্রদান করে রাজ্য সরকার।