বীমার টাকা পেতে কর্মচারীকে হত্যা
ইন্টারন্যাশনাল ডেস্ক: বীমার টাকা পেতে কর্মচারীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন ভারতের চণ্ডীগড়ের এক বাসিন্দা। আর বীমা কোম্পানির কাছে সেই লোক নিজেকেই মৃত প্রমাণ করে বীমার টাকা দাবি করেন।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, তিনি ও তার পরিবার জীবন বীমার টাকা পেতে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই গাড়িটি পুড়িয়ে ফেলা হয়।
এর আগে ২০ নভেম্বর দুর্ঘটনাজনিত মৃত্যুতে একটি মামলা করা হয়। একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়। তাতে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় গাড়িতে আগুন ধরে যায় এবং আকাশ নামে একজন পুড়ে মারা যান।
এরপর সেই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। তবে আকাশের পরিবার তার মৃত্যু সনদ পেতে তড়িঘড়ি করলে বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ জাগে।
কিছুদিন আগে পুলিশ রাজস্থানের নিখোঁজ এক কর্মচারীর সন্ধান করছিল। জানা যায়, ওই কর্মচারীকেই গাড়ির সঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়। আর তিনি আকাশের সাথে কাজ করতেন।
এদিকে অভিযুক্ত আকাশের ভাতিজা পুলিশকে জানায়, গাড়িটি তার চাচা স্বেচ্ছায় পুড়িয়েছেন এবং নিজের ভুয়া মৃত্যু দাবি করেছেন। (এনডিটিভি)