তামাদি পলিসি চালুর নিয়ম শিথিল করছে আইআরডিএ
ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রিমিয়াম দিতে না পারায় বন্ধ হওয়া বা ল্যাপস জীবন বীমা পলিসি ফের চালু করার নিয়ম শিথিল করতে যাচ্ছে ভারতের বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইআরডিএ)।
আইআরডিএ সদস্য নীলেশ সাঠে জানিয়েছেন, আগামী মার্চের মধ্যেই গ্রাহকদের বীমা সংক্রান্ত নতুন সুবিধা দিতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআরডিএ।
তিনি জানান, সঠিক সময়ে প্রিমিয়াম না দিতে পারায় বন্ধ হওয়া জীবন বীমা পলিসি দু’বছরের মধ্যে চালু করা সম্ভব। তবে তার বেশি সময় পেরিয়ে গেলে আর চালু করা সম্ভব নয়।
কিন্তু প্রস্তাবিত নতুন নিয়মে পাঁচ বছর পার হলেও বন্ধ হওয়া জীবন বীমা পলিসি চালু করার সুযোগ রয়েছে৷
এদিকে নতুন নিয়ম চালুর করার বিষয়টি সংশ্লিষ্ট কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এখন বীমা নিয়ন্ত্রক সংস্থা চলতি অর্থ বছরেই নতুন নিয়ম চালু করার ব্যাপারে আগ্রহী বলে জানান আইআরডিএ কর্তা।