ক্যান্সার রোগীদের জন্য চীনে বিশেষ বীমা পলিসি
আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্সার রোগীদের জন্য চীনে ‘ফার্স্ট পে’ বীমা সুবিধা চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে স্তন ক্যান্সার রোগীরা মানসম্মত হাসপাতালে উন্নত থেরাপি নিতে পারবেন।
চায়না ডেইলির খবরে বলা হয়েছে, স্তন ক্যান্সার রোগীদের জন্য এই বীমা কার্যক্রম একত্রে পরিচালনা করছে পিআইসিসি হেলথ ইন্স্যুরেন্স, সাংহাই মেডিট্রাস্ট হেলথ অ্যান্ড ফাইজার চায়না।
সাংহাই মেডিট্রাস্ট হেলথের সিইও ঝাং জিয়াডং বলেন, পেশেন্ট বেনিভিট ম্যানেজমেন্ট প্রোগ্রামের অধীনে, স্তন ক্যান্সারের রোগীরা আবেদনের চার মাসের মধ্যে বীমা ক্ষতিপূরণ পেতে পারে। আর ক্ষতিপূরণের ৩৩.৫ শতাংশ চিকিত্সা পদ্ধতির উপর নির্ভর করবে।
ফাইজার বায়ো ফার্মাসিউটিক্যালের ক্যান্সার রোগের প্রধান ক্রিস্টোফার আরিয়ান বলেন, চীনে ব্রেস্ট ক্যান্সার রোগীদের জন্য এটা নতুন সুবিধা। আমরা এই সেবাকে অন্যান্য বাজারের জন্য মডেল হিসেবে দেখছি। আশা করি আমরা অন্যান্য বাজারে মডেলটির বিস্তার ঘটাতে পারবো।
বর্তমানে পেশেন্ট বেনিভিট ম্যানেজমেন্ট প্রোগ্রামের এই বীমা সুবিধাটি চীনের ৩৪টি শহরে রয়েছে।
২০১৭ সালে চীনে নতুন ক্যান্সার রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ৩০ শতাংশ; সে হিসেবে চীনে প্রতিদিন ১০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।