ট্রাক চালকের মৃত্যু, ক্ষতিপূরণ দিতে বীমা কোম্পানিকে নির্দেশ
ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের তামিলনাডুর মাদুরাইয়ে মোটর এক্সিডেন্ট ক্লেইমস ট্রাইব্যুনাল এক ট্রাক চালকের মৃত্যুতে তার পরিবারকে ১৮ লাখ ৯০ হাজার রুপি একটি বেসরকারি বীমা কোম্পানিকে প্রদানের নির্দেশ দিয়েছে।
২০১৫ সালে ১২ ডিসেম্বর পালানি-দিন্দিগুল সড়কের পাশে এক ট্রাকের থাক্কায় পার্কিংয়ে থাকা ওই ট্রাক চালকের মৃত্যু হয়। নিহত পণ্ডিতুরাই ওই ট্রাকের মালিক ও চালক ছিলেন। তার স্ত্রী আনাসুয়া আদালতে ক্ষতিপূরণ চেয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পণ্ডিতুরাই ট্রাকটি নিয়ে উদুমালপেট থেকে মেলুরের দিকে যাচ্ছিলেন, হঠাৎ চাকা নষ্ট হলে তিনি ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করান। এ সময় পেছন থেকে একটি ট্রাক পণ্ডিতুরাইয়ের ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেন।
বীমা কোম্পানির দাবি, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই নিহত ওই ট্রাক চালক গাড়িটি পার্ক করেছিলেন। অন্য ট্রাক চালকের জন্য যা দৃশ্যমান ছিল না। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
তবে ট্রাইব্যুনালের বিচারক বি রাজাভেল অপর ট্রাক চালক ও বীমা কোম্পানির দায়বদ্ধতা আছে উল্লেখ করেছেন। তিনি নিহত ট্রাক চালকের মাসিক আয়ের ভিত্তিতে বীমা কোম্পানিকে ১৮ লাখ ৯০ হাজার রুপি প্রদানের নির্দেশ দিয়েছেন।