করোনার কবলে বিশ্ব: ৫৮ বীমা কোম্পানির লোকসান ৩৭.৪ বিলিয়ন ডলার
ইন্টারন্যাশনাল ডেস্ক: কোভিড-১৯ তথা করোনা ভাইরাস সংক্রমনের কারণে বিশ্বের ৫৮টি বীমা ও পুনর্বীমা কোম্পানির লোকসান দাঁড়িয়েছে প্রায় ৩৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। পরিশোধিত বীমা দাবি এবং সংরক্ষিত বীমা দাবির এই হিসাব সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো প্রকাশ করেছে।
জুরিখ ভিত্তিক আর্থিক পরিষেবা পরামর্শক প্রতিষ্ঠান পেরিস্ট্র্যাট এলএলসি বীমা কোম্পানিগুলোর কাছ থেকে এ তথ্য সংগ্রহ করেছে। সবশেষ গত জুন পর্যন্ত করোনা সংক্রান্ত বীমা দাবির এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রিইন্স্যুরেন্স নিউজ।
করোনা সংক্রান্ত বীমা দাবি পরিশোধকারী শীর্ষ ১০টি বীমা ও পুনর্বীমা কোম্পানির তথ্য ইন্স্যুরেন্স নিউজ বিডি’র পাঠকদের জন্য তুলে ধরা হলো-
লয়েড’স গত মার্চ পর্যন্ত ৪৯৫৫.৫ মিলিয়ন মার্কিন ডলার করোনা সংক্রান্ত বীমা দাবি পরিশোধ করেছে; সুইস রি গত এপ্রিল পর্যন্ত পরিশোধ করেছে ৪৪৯৩ মিলিয়ন মার্কিন ডলার; মিউনিক রি গত মে পর্যন্ত পরিশোধ করেছে ৪৪৬৯ মিলিয়ন মার্কিন ডলার;
একই সময়ে এএক্সএ পরিশোধ করেছে ১৮৩০ মিলিয়ন মার্কিন ডলার; হ্যানওভার রি মে পর্যন্ত পরিশোধ করেছে ১৬৩১.৩ মিলিয়ন মার্কিন ডলার; ১২ মে পর্যন্ত অ্যালিয়াঞ্জ পরিশোধ করেছে ১৫৭৬ মিলিয়ন মার্কিন ডলার; বার্কশায়ার পরিশোধ করেছে ১৪০১ মিলিয়ন মার্কিন ডলার;
এপ্রিল পর্যন্ত চাব লিমিটেড পরিশোধ করেছে ১৩৭৮ মিলিয়ন মার্কিন ডলার; এআইজি মে পর্যন্ত পরিশোধ করেছে ১১৩৩ মিলিয়ন মার্কিন ডলার; এবং ইন্স্যুরেন্স অস্ট্রেলিয়া গ্রুপ গত ৬ মে পর্যন্ত পরিশোধ করেছে ৮৮৪ মিলিয়ন মার্কিন ডলার।
এই হিসাবে শীর্ষ দশ পুনর্বীমা কোম্পানি গত জুন পর্যন্ত সর্বমোট ২৩.৭৫১ বিলিয়ন মার্কিন ডলার করোনা সংক্রান্ত বীমা দাবি পরিশোধ করেছে। আর বাকী ৪৮টি বীমা ও পুনর্বীমা কোম্পানি পরিশোধ করেছে ১৩.৬৩ বিলিয়ন মার্কিন ডলার।