ঘর-বাড়ির বীমা বাধ্যতামূলক ইরানে, বিদ্যুৎ বিলের সাথে নেবে প্রিমিয়াম

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে বীমা তহবিল গঠনের ঘোষণা দিয়েছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। মন্ত্রিসভায় অনুমোদনের পর শনিবার (২৭ নভেম্বর) দেশটির ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার এ ঘোষণা দেন।

দেশটির মজলিস গত বছর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঘর-বাড়ির বীমা কভারেজ দেয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষিত তহবিল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। আইনটি এই মাসের শুরুতে অভিভাবক পরিষদ দ্বারা অনুমোদিত হয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াইজেসি.আইআর।

বীমা তহবিল প্রতিষ্ঠার এই আইনের শর্ত অনুসারে, প্রাথমিক মূলধন হিসেবে তহবিলকে ৫০০ বিলিয়ন রিয়াল তথা ১.৭ মিলিয়ন মার্কিন ডলার দেবে ইরান সরকার। তহবিলের আয়ের মধ্যে বীমার প্রিমিয়াম, বিনিয়োগের আয় এবং অনুদান অন্তর্ভুক্ত থাকবে।

দেশটির ন্যাশনাল পাওয়া গ্রিডের আওতাধীন সকল বাড়ি-ঘর এই তহবিলের দ্বারা বীমাবৃত হবে। প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে বাড়ি-ঘরের বীমা গ্রহণ বাধ্যতামূলক থাকবে এবং এসব বাড়ি-ঘরের বিদ্যুৎ বিলের সঙ্গেই পরিশোধ করতে হবে বীমার প্রিমিয়াম।