বীমা আইন সংশোধন করছে নেপাল, রাষ্ট্রীয় সভায় অনুমোদন
ইন্টারন্যাশনাল ডেস্ক: ১৯৯২ সালের তৈরি করা বীমা আইন সংশোধন করতে যাচ্ছে নেপাল। এরইমধ্যে দেশটির ফেডারেল পার্লামেন্টের উচ্চকক্ষ রাষ্ট্রীয় সভা (এনএ) এ সংক্রান্ত বীমা বিল অনুমোদন করেছে। গত ৬ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে বিলটি অনুমোদন করে উচ্চকক্ষ।
এর আগে চলতি বছরের আগস্ট মাসে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ এ সংক্রান্ত খসড়া আইনটি পাস করে। অর্থমন্ত্রী জনার্দন শর্মা বিলটি উত্থাপন করেছিলেন।
জনার্দন শর্মা বলেন, বিদ্যমান বীমা আইনে সংশ্লিষ্ট সকল বীমা বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি এবং সে কারণেই আইনটি সংশোধন করার প্রয়োজন রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে বীমা বাজারের তত্ত্বাবধান জোরদার করা হচ্ছে এই সংশোধনীতে।
নেপালের ফেডারেল পার্লামেন্ট হলো ২০১৮ সালে প্রতিষ্ঠিত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটি জাতীয় পরিষদ এবং প্রতিনিধি পরিষদ নিয়ে গঠিত। একটি বিল, উভয় কক্ষে পাস হওয়ার পর, সেটি আইনে পরিণত করতে সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়। (সূত্র: এআইআর)