মেক্সিকোর বীমাখাতে দুঃসময় ২০১৭
ইন্টারন্যাশনাল ডেস্ক: ২০১৭ সালকে মেক্সিকোর বীমাখাতের জন্য দুঃসময় বলে আখ্যায়িত করছেন বীমাখাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, বিগত ৩২ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ দাবি পরিশোধ করতে হচ্ছে বীমা কোম্পানিগুলোকে।
সাম্প্রতিক দু'টি ভূমিধসসহ ঘূর্ণিঝড় হার্ভে, ইরমা ও মারিয়ার আঘাতে মেক্সিকোর বীমাখাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৭২ বিলিয়ন পেসো তথা ৯৫ বিলিয়ন মার্কিন ডলার। দ্যা গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।
শুক্রবার প্রকাশিত আনুমানিক হিসাবে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ স্থানীয় পুনর্বীমা কোম্পানিগুলোর অন্যতম সুইস রি'কে মেক্সিকোয় প্রাকৃতিক দুর্যোগে ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার বীমা দাবি পরিশোধ করতে হচ্ছে।
সুইস রি'র মতো পুনর্বীমা কোম্পনিগুলো গ্রাহকদের বীমা দাবি পরিশোধের প্রবাহ সচল রাখতে বীমা কোম্পানিগুলোকে তাদের পেছন থেকে সহযোগিতা করে আসছে।
বীমাখাতে অনিশ্চয়তার যে স্বাভাবিক মাত্রা অনুমান করা হয়, এবার সেই অনিশ্চয়তার অনুমানকেও ছাড়িয়ে যাবে বলে সতর্ক করেছে সুইস রি। প্রতিষ্ঠানটি বলছে, এবার বীমা দাবি পরিশোধে সমন্বয় করা প্রয়োজন হতে পারে।
সুইস রি'র প্রধান নির্বাহী খ্রিষ্টান মুমেনথালার বলেন, সাম্প্রতিক সময়ের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনাগুলো অত্যন্ত শক্তিশালী এবং এসব ঘটনার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমাদের সহানুভূতি প্রসারিত করেছি।
গত আগস্টে ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে টেক্সাসে ভূমিধস হয়। এরফলে সৃষ্ট বন্যায় রাজ্যটি ক্ষতিগ্রস্ত হয় এবং ৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। আর গত সেপ্টেম্বরে ফ্লোরিডায় আঘাত হানার আগে ঘূর্ণিঝড় ইরমায় ক্যারিবিয়ান অঞ্চল বিধ্বস্ত হয় এবং পুয়ের্তো রিকো বিধ্বস্ত হয় ঘূর্ণিঝড় মারিয়ায়।
মেক্সিকোয় গত মাসে যে ভূমিকম্পটি আঘাত হানে, সেটি ছিল গত ৩২ বছরের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে অন্তত ৯০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
ঘূর্ণিঝড়ে ক্ষতির কারণে কি পরিমাণ দাবি পরিশোধ করতে হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য সরবরাহ করেনি সুইস রি। তবে মেক্সিকান ভূমিকম্পে ১৭৫ মিলিয়ন খরচ হয়েছে, যা সুইস রি'র খরচের পরিসর নির্দেশ করে।
ঘূর্ণিঝড়ের কারণে খরচের আরেকটি পরিমাণ অনুমাণ করা হয়েছে। লন্ডনের বীমা বাজারের আরেক কোম্পানি হাইস্কক্স, ঘূর্ণিঝড় হার্ভে এবং ইরমার আঘাতে বীমাকৃত সম্পদের ক্ষতিতে কোম্পানিটির খরচ হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার।
ওই সময় হাইস্কক্স এর প্রধান নির্বাহী ব্রোনিক মাসোজাদা বলেন, এবছর যে পরিমাণ দাবি উত্থাপন হচ্ছে তাতে বীমাখাতে প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে খারাপ বছরগুলোর একটি হবে ২০১৭ সাল।
কিন্তু তিনি ইঙ্গিত দেন যে, হাউস্টনে প্রতি ৬টি বাড়ির একটি বীমার আওতায় থাকায় বীমা শিল্পের খরচ কমে আসবে। বীমা কভারেজের বাইরেও যেসব ক্ষতি হয়েছে সব মিলিয়ে আর্থিক ক্ষতির অনুমান করা হয়েছে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার।