গাড়ি বীমাকে ছাড়িয়ে যাবে ভারতের স্বাস্থ্য বীমা

ইন্টারন্যাশনাল ডেস্ক: দ্রুত প্রবৃদ্ধির দিক দিয়ে ভারতের গাড়ি বীমাকে ছাড়িয়ে যাবে সে দেশের স্বাস্থ্যবীমা। এমনটাই জানিয়েছেন নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স (এনআইএ) এর সিএমডি জি শ্রীনিভাসন। এর কারণ হিসেবে তিনি মূল্য সংশোধনের কথা বলেছেন, যেটি ঘটতে যাচ্ছে বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর ঘোষণা দিয়েছে এনআইএ। এ ঘোষণার পরই ফ্রি প্রেস জার্নালকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন জি শ্রীনিভাসন। তিনি বলেন, স্বাস্থ্য বীমা পলিসিগুলো স্বেচ্ছাধীন। সুতরাং এই পলিসি খুব দ্রুত অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

শ্রীনিভাসন বলেন, গাড়ি বীমা মূলত গাড়ি বিক্রির ওপর নির্ভরশীল। সুতরাং, আমি মনে করি গাড়ি বীমার চেয়ে স্বাস্থ্য বীমা দ্রুত অগ্রগতি অর্জন করতে পারে। ভারতের বীমাখাতে বর্তমানে গাড়ি বীমা শাখা এবং স্বাস্থ্য বীমা শাখা উভয়ই ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি লাভ করছে।

তিনি দাবি করেন যে, মাত্র ১০ শতাংশ মানুষ বাণিজ্যিক স্বাস্থ্য বীমা পলিসি গ্রহণ করে। "এই খাতে অনেক নতুনত্ব আনার প্রয়োজন রয়েছে। আমরা আরো পণ্য চাই; এবং হাসপাতালগুলোর সঙ্গে আরো ভালো সম্পর্ক বা বন্ধন চাই এবং গ্রাহকের কাছে পৌঁছার আরো উৎকৃষ্ট পন্থা চাই।"

অন্যদিকে বীমাখাতের আরেকটি বিভাগ- শস্য বীমা ভারত সরকারের ব্যাপক উদ্দীপনা পেয়েছে। কৃষকের কাছে এর বরাদ্দ পৌঁছানোর জন্য একটি টিম গঠন করছে সরকার। দু'বছরের মধ্যে এই শস্য বীমা ৪০-৫০ শতাংশ অগ্রগতি অর্জন করতে চায়। আমরা বীমা কোম্পানি হিসেবে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। লক্ষ্য বাস্তবায়নে আমাদের পুনর্বীমার সক্ষমতা প্রয়োজন।