মাতৃভাষায় বীমা পত্র চালু করছে পাকিস্তান
ইন্টারন্যাশনাল ডেস্ক: মাতৃভাষায় বীমা পলিসি পত্র চালু করতে যাচ্ছে পাকিস্তান। বীমা গ্রাহক ও সাধারণ মানুষের জন্য বীমা সম্পর্কিত পরিভাষা সহজবোধ্য করতে এ ধরণের পদক্ষেপ নিয়েছে দেশটি। এরইমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে দেশটির আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তান (এসইসিপি) ।
আর্থিক নীতি নির্ধারণী স্টিয়ারিং কমিটি ন্যাশনাল ফিনান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বিজনেস রেকর্ডার ।
বীমা সম্পর্কে সচেতনতা বাড়াতে আরো দু'টি পদক্ষেপ নেয়া হয়েছে পাকিস্তানে। শিক্ষা ব্যবস্থায় বীমা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে বীমা শিক্ষা প্রবর্তন করা হচ্ছে। এ ছাড়া ইনহ্যান্স ডিউ ডিলিজেন্স বা ইডিডি'র শর্তগুলোকে আরও বেশি কুশলী করার উদ্যোগ নেয়া হয়েছে, জানিয়েছে বিজনেস রেকর্ডার।
এসইসিপি’র প্রস্তাবনা অনুসারে, বীমা পলিসির নথি এবং প্রচারমূলক বা বিপণন উপাদানে মাতৃভাষা (উর্দু) ব্যবহার সহজ করতে এরমধ্যেই এনএফআইএস প্রমিত বীমা শব্দকোষ প্রণয়ন করতে কাজ করছে।
এই বীমা শব্দকোষ এসইসিপি’র ওয়েবসাইটে তুলে দিয়ে এ সম্পর্কে বীমা কোম্পানিগুলোকে জানিয়ে দেয়া হয়েছে। সকল বীমা কোম্পানিকে ওয়েবসাইট এ তুলে দেয়া শব্দকোষ ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। কোম্পানিগুলো তাদের বীমা পলিসি নথি প্রস্তুত করতে এবং প্রচারমূলক বা বিপণন কর্মকাণ্ডে এই শব্দকোষ ব্যবহার করতে বলা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু। কিন্তু সরকারি দফতরে ব্যবহার করা হয় ইংরেজি। এছাড়াও দেশটিতে পাঞ্জাবি, সিন্ধি, সারাইকি, পশতু, বেলুচি, ব্রাহুই ইত্যাদি বেশকিছু আঞ্চলিক ভাষা প্রচলিত। দেশটির উত্তর ও উত্তর-পশ্চিমে বিভিন্ন দার্দীয় ভাষা যেমন খোওয়ার ও শিনা প্রচলিত।
বর্তমানে পাকিস্তানে ৫৯টি বীমা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। এরমধ্যে ৪টি সরকারি খাতের বীমা প্রতিষ্ঠান রয়েছে, যার ২টি লাইফ, ১টি নন-লাইফ এবং ১টি পুনর্বীমা। এছাড়া ৫৫টি বেসরকারি খাতের বীমা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে ৫০টি দেশি এবং ৫টি বিদেশি।
এরআগে ভারতে বীমা পলিসিতে মাতৃভাষা ব্যবহার শুরু করা হয়। দেশটিতে বর্তমানে ৫৭টি বীমা প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। এরমধ্যে ২৪টি লাইফ বীমা প্রতিষ্ঠান। এলআইসি দেশটির একমাত্র সরকারি বীমা প্রতিষ্ঠান। এছাড়া ৩৩টি নন-লাইফ বীমা প্রতিষ্ঠান রয়েছে, যার ৫টি সরকারি খাতের বীমা প্রতিষ্ঠান।