দীপিকার পদ্মাবতী সিনেমার ১৪০ কোটি রুপির বীমা

ইন্টারন্যাশনাল ডেস্ক: তীব্র বিরোধীতার মুখে লোকসানের আশঙ্কায় ১৪০ কোটি রুপির বীমা কাভারেজ নেয়া হয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত বলিউড সিনেমা 'পদ্মাবতী'র। নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কোম্পানি এই ঝুঁকি গ্রহণ করেছে। ৭০০ বছর আগেকার চিতোরের রানী পদ্মিনীর জীবন নিয়ে তৈরি এই সিনেমা আগামী ১ ডিসেম্বর ভারতের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু ১৯০ কোটি রুপিতে তৈরি এই পদ্মাবতী সিনেমা এখনো ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। ‘পদ্ধতিগত ত্রুটি’ দেখিয়ে সেন্সর বোর্ড সিনেমাটি ফেরত পাঠিয়েছে। তবে গত বৃহস্পতিবার ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন পদ্মাবতীকে বিনা প্রশ্নে ‘আনকাট’ ছাড়পত্র দিয়েছে।

এদিকে ভারতের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে এই সিনেমার বিরুদ্ধে রাজপুত সংগঠনগুলোর ক্ষোভ আরো তীব্র হচ্ছে। এর সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতারাও। ‘পদ্মাবতী’ চরিত্রের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সঞ্জয় লীলা বানসালির মাথার দাম ২০ কোটি রুপি ঘোষণা করেছে বিক্ষুব্ধরা।

এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে পদ্মাবতী সিনেমা মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। পাশাপাশি জানুয়ারিতে এই সিনেমার মুক্তির জন্য তারা আরো সতর্ক পদক্ষেপ গ্রহণ করছেন। এরইমধ্যে দাঙ্গা, হামলা-ভাংচুরের আশঙ্কায় লোকসান এড়াতে নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কোম্পানিতে পদ্মাবতী'র জন্য বীমা কাভারেজ গ্রহণ করেছেন নির্মাতারা।

ডিএনএইন্ডিয়াসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ১৯০ কোটি রুপির এই সিনেমার বীমা করা হয়েছে ১৪০ কোটি রুপিতে। এরমধ্যে ৮০ কোটি রুপি পাবেন পরিবেশকরা, যদি বিক্ষোভ বা অন্য কারণে মানুষ সিনেমা হলে আসতে না পারে অথবা ছবির প্রদর্শন যদি ব্যাহত হয়। তবে সিনেমাটি নিষিদ্ধ হলে বীমার ক্ষতিপূরণ পাওয়া যাবে না।

অ্যালায়েন্স ইন্স্যুরেন্স এর সুমন্ত সেলিয়ান জানিয়েছেন, একটা পলিসি রয়েছে- যাতে দাঙ্গা, ধর্মঘট, বিদ্বেষপূর্ণ ক্ষতির কারণে টিকিট বিক্রিতে লোকসান হলে তার ক্ষতিপূরণ দেয়া হয়। পরিবেশকরা সাধারণত রাজস্ব ক্ষতির জন্য বীমা গ্রহণ করেন। প্রদর্শকদের তাদের সম্পত্তির বীমা করা আছে, কিন্তু দাঙ্গার কারণে লোকসানের কোন বীমা করা নেই।

নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান জি শ্রীনিভাসন নিশ্চিত করছেন যে, তার প্রতিষ্ঠান পদ্মাবতী সিনেমার জন্য ১৪০ কোটি রুপির বীমা ঝুঁকি গ্রহণ করেছে। সিনেমা প্রদর্শন যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা হরতাল, দাঙ্গা এবং এমনকি আবহাওয়া সম্পর্কিত ঘটনাগুলোর কারণে দর্শকরা যদি থিয়েটারে প্রবেশ করতে না পারে তাহলে প্রযোজক বা পরিবেশকরা ৮০ কোটি রুপি পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

সিনেমা চেইন এর একজন সিনিয়র এক্সিকিউটিভ জানিয়েছেন, পদ্মাবতীর ক্ষেত্রে যেমন হুমকি বা দাঙ্গার সম্ভাবনা দেখা যাচ্ছে এমনটি হলে প্রদর্শকরা সিনেমা দেখানোর ঝুঁকি গ্রহণ করবে না। যদি পর্যাপ্ত পরিমাণ পলিশী নিরাপত্তা না দেয়া হয় তাহলে তাদের সম্পদের যে ক্ষতি হতে পারে তা খুবই ব্যয়বহুল। ৩টি রাজ্যে এই সিনেমার বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছে তা এখন প্রকট হচ্ছে বলেও তিনি জানান।

৭০০ বছর আগেকার চিতোরের রানী পদ্মিনীর জীবন নিয়ে তৈরি বলিউড সিনেমা পদ্মাবতী পরিচালনা করেছেন মুম্বাইয়ের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানসালী। এতে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তার সহশিল্পী হিসেবে রয়েছেন শহিদ কাপুর ও রণবীর সিং।

বিক্ষোভকারীদের দাবি, দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সঙ্গে রানী পদ্মিনীর মুখোমুখি কখনও দেখাই হয়নি। খিলজির হাত থেকে রেহাই পেতে রানী পদ্মিনী ১৬ হাজার নারীকে নিয়ে চিতায় ঝাঁপ দিয়েছিলেন। অথচ পদ্মাবতী সিনেমায় নাকি তাদের মধ্যে একটি স্বপ্নদৃশ্য রাখা হয়েছে। যা চিতোরের রানীর সেই মর্যাদা ও আত্মত্যাগকে খাটো করেছে বলে তাদের অভিযোগ।

উল্লেখ্য, ভারত সরকারের সম্পূর্ণ মালিকানাধীন ৫টি বীমা কোম্পানির একটি হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র ভিত্তিক নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স কোম্পানি লিমিটেড। ১৯১৯ সালে দরাবজি টাটা এটি প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৭৩ সালে এটি জাতীয় করণ করা হয়। নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্সের সদর দফতর অবস্থিত মুম্বাইয়ে। ২০১১ সাল থেকে বীমা কোম্পানিটির চেয়ারম্যান জি শ্রীনিভাসন।