আইআরডিএআই'র অনুমোদন

বীমা কোম্পানির মালিক হতে পারবে প্রাইভেট ইকুয়িটি ফান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাইভেট ইকুয়িটি (পিই) ফান্ডগুলোকে বীমা কোম্পানির মালিক হওয়ার অনুমোদন দিয়েছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই) । চলতি মাসের ৫ তারিখে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা।

প্রজ্ঞাপন অনুসারে, পূর্ব নির্ধারিত সময় ৫ বছরের জন্য বিশেষ উদ্দেশ্যের মাধ্যমে বিনিয়োগের দ্বারা বীমা কোম্পানির প্রমোটার বা প্রবর্ধক হতে পারবে পিই ফান্ডস। এক্ষেত্রে কোন বীমা কোম্পানির পেইড-আপ-ইকুয়িটির ১০ শতাংশ পর্যন্ত মালিক হওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রাইভেট ইকুয়িটি ফান্ডসসহ ভারতীয় বিনিয়োগকারীদের যৌথভাবে কোন বীমা কোম্পানির পরিশোধিত ইকুইটি শেয়ার মূলধন এর ২৫ শতাংশের বেশি ধারণ করা উচিত হবে না।  

৫ বছরের পূর্ব নির্ধারিত সময়ের পর সম্ভব হলে প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বিভাজন পরিকল্পনার একটি উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া'কে জমা দিতে হবে।

বীমা পেশাজীবীরা বলছেন, এই নির্দেশিকা দেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) এর প্রবাহ বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মের বীমা প্রতিষ্ঠান গঠনের জন্য একটি নতুন যুগ উন্মোচিত হবে, যার ফলে বীমা শিল্পের আরও বৃদ্ধি ঘটবে। (সূত্র: আইএএন)