ফিরে দেখা ২০১৭

বিশ্বজুড়ে দুর্যোগে বীমাখাতে ১৩৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে এবছর বিশ্বজুড়ে ৩০৬ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে। এরমধ্যে বীমাকৃত সম্পদের ক্ষতি হয়েছে প্রায় ১৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ১১ হাজারের বেশি মানুষের প্রাণহানী ঘটেছে। পুনর্বীমা প্রতিষ্ঠান সুইস রি সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।

এরআগে ২০১৬ সালে বিশ্বব্যাপী দুর্যোগে আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ১৫৮ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানী ঘটে। বছরটিতে বীমা কোম্পানিগুলোর লোকসান দাঁড়ায় ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০১৫ সালে ছিল ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

সুইস রি'র ক্যাটাস্ট্রোফ পেরিলস বিভাগের প্রধান মার্টিন বার্টোগ বলেছেন, বীমাশিল্প এটা দেখাতে সক্ষম হয়েছে যে, এ ধরণের বড় বড় ক্ষতি তারা মানিয়ে নিতে পারে। সুরক্ষার ঘাটতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বীমাশিল্প আরো প্রসারিত হলে অনেক বেশি মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে।

পুনর্বীমা কোম্পানিটির প্রতিবেদন অনুসারে, ২০১৭ সালে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হারিকেন হার্ভে, ইরমা ও মারিয়া দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ২০০৫ সালের পর এবারের হারিকেন মৌসুমটা বেশি ব্যয়বহুল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বছর বীমাখাতে লোকসানের পরিমাণ বেড়েছে প্রায় দিগুণ। তবে আর্থিক ক্ষতির পরিমাণ বাড়লেও প্রাণহানীর ঘটনা বাড়েনি বলে জানিয়েছে সুইস রি। তাদের তথ্য মতে, এবার ১১ হাজারের বেশি প্রাণহানী ঘটেছে। এরআগে ২০১৬ সালেও প্রায় একই সংখ্যায় প্রাণহানী ঘটেছিল।

সুইস রি বলছে, আগের ১০ বছরে গড়ে যে ক্ষতি হয়েছে এবারের ক্ষতি তার তুলনায় বেশ বেশি এবং ১৯৭০ সালে তথ্য সংগ্রহ শুরুর পর এবারের ক্ষতির পরিমাণ তৃতীয় বৃহৎ। এছাড়া বিগত কয়েক বছর ধরে বীমাখাতের ক্ষতি ১০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।