শ্রীলঙ্কায় বিদেশি ইন্স্যুরেন্স ব্রোকারের কার্যক্রমে নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইন্স্যুরেন্স ব্রোকার হিসেবে শ্রীলঙ্কায় নিবন্ধিত নয় এমন বিদেশি বীমা প্রতিষ্ঠানের যেকোন ধরণের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির আদালত। কলম্বো ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক সুজিওয়া নিশাঙ্কা এ সম্পর্কিত একটি আন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছেন।

সিঙ্গাপুর ভিত্তিক একটি আন্তর্জাতিক রিইন্স্যুরেন্স ব্রোকিং ফার্মের বিরুদ্ধে কলম্বো ভিত্তিক স্ট্র্যাটেজিক ইন্স্যুরেন্স ব্রোকার্স (এসআইবি) আনিত অভিযোগের বিচার চলাকালে আদালত এ ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেন। স্থানীয় সংবাদ মাধ্যম কলম্বো গেজেট এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

বিদেশি ওই রিইন্স্যুরেন্স ব্রোকার শ্রীলঙ্কায় বীমা সংশ্লিষ্ট যেকোন ধরণের সেবা দেয়ার জন্য ব্রোকারিং কোম্পানি হিসেবে ইন্স্যুরেন্স রেগুলেটরি কমিশন অব শ্রীলঙ্কা থেকে কোন নিবন্ধন নেয়নি। এমনকি ব্রোকার্স এসোসিয়েশন অব শ্রীলঙ্কা'র সদস্য পদও নেই কোম্পানিটির।

স্ট্র্যাটেজিক ইন্স্যুরেন্স ব্রোকার্স অভিযোগ করেছিল যে, সিঙ্গাপুর ভিত্তিক ওই প্রতিষ্ঠান বড় বীমা টেন্ডারের জন্য দরপত্র তৈরি করেছিল এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড'র মতো রাষ্ট্রীয় বিধিবদ্ধ সংস্থাগুলো দ্বারা বেআইনীভাবে দরপত্রের কাজ প্রদান করা হয়েছে।

বর্তমানে দরপত্র প্রদানকে চ্যালেঞ্জ করে এর বিরুদ্ধে এসআইবি'র আপীল করার ক্ষমতা প্রয়োগের কার্যক্রম চলছে। প্রেসিডেন্সিয়াল আপিল বোর্ড, কেবিনেট অ্যাপ্রুভাল প্রকিউরমেন্ট কমিটি এবং মিনিস্ট্রিয়াল প্রকিউরমেন্ট কমিটি বর্তমানে বিষয়টি বিবেচনা করছে।