আয়োজক আইডিআরএ
দেশের মর্যাদা উত্তরণ পরবর্তী বীমা শিল্পের ভূমিকা নিয়ে আজ সেমিনার
নিজস্ব প্রতিবেদক: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণ পরবর্তীতে বীমা শিল্পের করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । আজ রোববার বেলা ৩টায় কর্তৃপক্ষের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে এ সেমিনার আয়োজন করা হয়েছে বলে এক চিঠিতে জানিয়েছে বীমাখাতের এ নিয়ন্ত্রক সংস্থা।
সেমিনার শেষে ১৯৭২ সাল থেকে বীমা শিল্পে এ পর্যন্ত বিভিন্ন উল্লেখযোগ্য অর্জনের বিষয়ে আলোকপাত করা হবে বলেও জানিয়েছে আইডিআরএ।
সেমিনারে সকল বীমা করপোরেশন এবং লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।