বিআইপিডির উদ্যোগে জাতীয় সেমিনারের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের ব্যাংকিং, বীমা ও আর্থিক খাতের পেশাজীবীদের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত জাতীয় সেমিনার ‘দ্য ফিউচার অব প্রফেশনাল এক্সিলেন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’- এর রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর (শনিবার) রাজধানীর ইস্কাটনে বিআইএএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী এই সেমিনার।

সেমিনারের প্রথম সেশন মডারেট করবেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এআইএ (ইউকে), এফসিএ (ইউএসএ), সাবেক চেয়ারম্যান- জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশন এবং সাবেক ডেপুটি গভর্নর- বাংলাদেশ ব্যাংক। এই সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. মো. আনোয়ার হোসেন ভুঁইয়া, এ্যাসোসিয়েট প্রফেসর-জাতীয় বিশ^বিদ্যালয়, মো. আব্দুল কাদির, হেড অব রিইন্স্যুরেন্স- রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি, শারমিন তাজরিয়া অনন্যা- অগ্রণী ব্যাংক পিএলসি এবং আলতাফ উদ্দিন, চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, কানসাস সেক্রেটারী অব স্টেট, ইউএসএ।

দ্বিতীয় সেশনটি মডারেট করবেন সোনালী ব্যাংক পিএলসি’র সিআইটিও মো. রেজওয়ান আল বখতিয়ার। এই সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. জাহিদুজ্জামান জাহিদ-সোনালী ব্যাংক পিএলসি, খন্দকার শহীদ হায়দার, এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-অগ্রণী ব্যাংক পিএলসি, আবু সাইদ মো. আশরাফুজ্জামান, সাবেক চীফ ডিজিটাল অফিসার-এনআরবি ব্যাংক পিএলসি এবং ফয়সাল আহমেদ-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

সেমিনারের তৃতীয় সেশন মডারেট করবেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম। এই সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন এস এম জিয়াউল হক এফএলএমআই, মাইক্রোইন্স্যুরেন্স বিশেষজ্ঞ ও সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা-চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, মো. সাইফুল আলম তালুকদার, এভিপি-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং মো. ইমদাদুল ইসলাম, হেড অব ট্রেইনিং এন্ড সলিউশন-নেটকম লার্নিং।

সেমিনারে অংশগ্রহণকারী করপোরেট কর্মকর্তা, শিক্ষার্থী ও ব্যক্তিগত পেশাজীবীদের জন্য বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। আগে নিবন্ধন করলে ফি-তে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠানটি। রেজিস্ট্রেশন ৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২টা পর্যন্ত চলবে।

নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে মো. আরিফুর রহমান (০১৯১১-৬২০৫২৯) এবং কামরুজ্জামান (০১৭৪০-১৩৯৬৯৯) এর সঙ্গে। ইন্স্যুরেন্স নিউজ বিডি এবং ইন্স্যুরেন্স জবস বিডি অনুষ্ঠানের প্রধান প্রচার সহযোগী হিসেবে সেমিনারটির সংবাদ ও আপডেট প্রচার করবে। সেমিনারটি সম্পর্কে আরো জানতে ক্লিক করুন।