বাংলাদেশের আর্থিক খাতে এআই-চালিত দক্ষতা উন্নয়নে বিআইপিডির সেমিনার ৮ ডিসেম্বর
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক, বীমা এবং আর্থিক খাতের পেশাজীবীদের ভবিষ্যৎ দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি-চালিত রূপান্তরকে সামনে রেখে আগামী ৮ ডিসেম্বর (শনিবার) রাজধানীর ইস্কাটনে বিআইএএম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সেমিনার ‘দ্য ফিউচার অব প্রফেশনাল এক্সিলেন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’। বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত এই সেমিনারটি দেশের আর্থিক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিভিত্তিক সমাবেশ হিসেবে ইতোমধ্যেই বিশেষ গুরুত্ব অর্জন করেছে।
সেমিনারে অংশ নেবেন দেশ-বিদেশের স্বনামধন্য শিক্ষাবিদ, ব্যাংকার, ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ, প্রযুক্তিনেতা এবং করপোরেট সিদ্ধান্তনির্মাতারা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিআইপিডির চেয়ারম্যান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সাঈদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং সাধারণ ও জীবন বীমা করপোরেশনের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, যিনি দেশজ আর্থিক খাতের রিস্ক ম্যানেজমেন্ট ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যক্তিত্ব।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির উপদেষ্টা এ কে আজিজুল হক চৌধুরী এফসিআইআই, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল এস এম আব্দুল হাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ। স্বাগত বক্তব্য দেবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিআইপিডির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ড. মোহাম্মদ কায়কোবাদ।
দিনব্যাপী সেমিনারটি তিনটি বিশেষায়িত সেশনে বিভক্ত থাকবে, যেখানে এআই-চালিত পরিবর্তনের ফলে আর্থিক খাতে উদ্ভাবনের গতিশীলতা, মানুষের কাজের ধরণে রূপান্তর, দক্ষ জনবল তৈরির কৌশল, সাইবার নিরাপত্তার ঝুঁকি, ব্যাংকিং ও বীমা সেবা অটোমেশনের সম্ভাবনা এবং ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে গভীর বিশ্লেষণ উপস্থাপন করা হবে।
প্রথম সেশন পরিচালনা করবেন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং আলোচনায় উঠে আসবে বীমা শিল্পে এআই-চালিত উদ্ভাবন, রিস্ক অ্যাসেসমেন্ট প্রযুক্তি ও গ্রাহকসেবা উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। দ্বিতীয় সেশন পরিচালনা করবেন সোনালী ব্যাংক পিএলসির সিআইটিও মো. রেজওয়ান আল বখতিয়ার, যেখানে গুরুত্ব পাবে সাইবার নিরাপত্তা, জালিয়াতি শনাক্তকরণ এবং নিরাপদ ডিজিটাল ব্যাংকিং কাঠামো। তৃতীয় সেশন পরিচালনা করবেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এমডি ও সিইও মো. জালালুল আজিম, যিনি আর্থিক বাজারে ডেটা-ড্রিভেন সিদ্ধান্ত গ্রহণ, প্রযুক্তিনির্ভর রিস্ক অ্যাসেসমেন্ট এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা বিষয়ে ধারণা দেবেন।
সেমিনারটি ব্যাংক, বীমা ও আর্থিক খাতে কর্মরত কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রযুক্তিবিদদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক। ক্রমবর্ধমান অটোমেশন, ডেটা অ্যানালিটিক্স, সাইবার ঝুঁকি এবং এআই-চালিত আর্থিক সেবার চ্যালেঞ্জ মোকাবিলায় এই সেমিনার অংশগ্রহণকারীদের জন্য কৌশলগত দিকনির্দেশনা প্রদান করবে। বিআইপিডি জানিয়েছে, সীমিত আসনের ভিত্তিতে নিবন্ধন চলছে এবং অংশগ্রহণকারীদের জন্য পার্টিসিপেশন ফিতে ২০ শতাংশ বিশেষ মূল্যছাড় রাখা হয়েছে।
নিবন্ধন ও তথ্যের জন্য যোগাযোগ করা যাবে মো. আরিফুর রহমান (০১৯১১-৬২০৫২৯) এবং কামরুজ্জামান (০১৭৪০-১৩৯৬৯৯) এর সঙ্গে। ইন্স্যুরেন্স নিউজ বিডি এবং ইন্স্যুরেন্স জবস বিডি অনুষ্ঠানের প্রধান প্রচার সহযোগী হিসেবে সেমিনারটির সংবাদ ও আপডেট প্রচার করবে। সেমিনারটি সম্পর্কে আরো জানতে ক্লিক করুন।




