অনলাইনে বীমা সেবা চালু করল নিটল ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি নিটল ইন্স্যুরেন্স চালু করল অনলাইন মটর বীমা সেবা। এর মাধ্যমে যেকোন গ্রাহক এখন সহজে ঘরে বসেই তার বাইক অথবা প্রাইভেট কার এর বীমা করতে পারবেন।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির আইটি ও ডিজিটাল মার্কেটিং বিভাগের প্রাধান আবু আহমেদ সুমন বলেন, কমিশনবিহীন বীমা বাজার, দ্রুত গ্রাহক সেবা ও অনলাইনে ইন্স্যুরেন্স প্রিমিয়াম প্রদান সেবা কার্যকর করতেই নিটল ইন্স্যুরেন্সের এই ডিজিটাল পদ্ধতি চালু করা।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে স্বাস্থ্য বীমা ও ভ্রমণ বীমাকে এই ডিজিটাল বীমা পদ্ধতির আওতায় খুব শিগগিরই নিয়ে আসবে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি।
অনলাইনে কিভাবে মটর বীমা করা যাবে সে বিষয়ে তিনি বলেন, প্রথমে www.nitolinsurance.com এই ঠিকানায় প্রবেশ করতে হবে। এরপর Online Motor Insurance- এ ক্লিক করে আপনার গাড়ির বিবরণ দিন।
বিকাশ, মোবাইল ব্যাংক অথবা ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এরপর ১-২ দিনের মধ্যে কুরিয়ারের মাধ্যমে আপনার ইন্স্যুরেন্স কপিটি আপনার ঠিকানায় পৌছে যাবে।