সহকারী অফিসার নিয়োগে প্রাইম ইসলামী লাইফের বিজ্ঞপ্তি, ৯২০ টাকা বেতন বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: অফিস সহকারী পদমর্যাদায় কিছু সংখ্যক ক্যাশিয়ার কাম কম্পিউটার অপারেটর নিয়োগে আবারো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। স্নাতক বা সমমানের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য এবার বেতন নির্ধারণ করা হয়েছে সর্বসাকুল্যে ৮ হাজার ৪০ টাকা। গত ২২ মার্চ এ প্রজ্ঞাপন জারি করেছে বীমা কোম্পানিটি।

এর আগে ২০১৭ সালের ২ অক্টোবর প্রাইম ইসলামী লাইফ প্রকাশিত একই পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক বা সমমানের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছিল সর্বসাকুল্যে ৭ হাজার ১২০ টাকা। সে হিসাবে প্রায় ৭ মাস পর প্রকাশিত এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ৯২০ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে।

নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক বা সমমানের যোগ্যতার পাশাপাশি প্রার্থীর কম্পিউটার দক্ষতা চাওয়া হয়েছে এমএস অফিস প্রোগ্রাম (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) । অনুর্ধ্ব ৩২ বছর বয়সীরা এ পদে আবেদন করতে পারবেন। আগামী ১০ এপ্রিল, ২০১৮ এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কোম্পানি সচিবের কাছে আবেদনপত্র পৌঁছাতে বলা হয়েছে।

গত ২ অক্টোবর প্রকাশিত অফিস প্রজ্ঞাপন নং- ৭৯-২০১৭ তে যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের শুধু সিভিসহ আবেদন করতে বলা হয়েছিল।

তবে এবারের সার্কুলারে অতিরিক্ত কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলো হলো- আবেদনসহ সিভি, দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদপত্র এবং অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ।

প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, সকল প্রকল্প পরিচালক বা বিভাগীয় প্রধান (উন্নয়ন) এবং সকল জোন ও সার্ভিস সেন্টারের পাঠানো এ অফিস প্রজ্ঞাপন নং- ১৮-২০১৮ এর নিয়োগের বিষয়টি উন্নয়ন বা ডেস্ক কর্মকর্তার মাধ্যমে প্রচারণা চালিয়ে প্রার্থী সংগ্রহের কথা বলা হয়েছে।