বীমাখাত উন্নয়নে বিশ্বব্যাংকের ৫৪০ কোটি টাকা ঋণ পেতে চুক্তি

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমাখাত উন্নয়ন প্রকল্পে সাড়ে ৬ কোটি মার্কিন ডলার বা ৫৩৯ কোটি ৫০ লাখ টাকা (১ ডলার = ৮৩ টাকা) ঋণ পেতে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। মঙ্গলবার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইআরডি’র অতিরিক্ত সচিব মাহমুদা বেগম এবং বাংলাদেশ, ভূটান ও নেপালে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ইআরডি ও বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি'র অতিরিক্ত সচিব মাহমুদা বেগম বলেন, বীমা সম্ভাবনার নতুন একটি খাত। ব্যবসায় উন্নয়ন সূচকে অগ্রগতি করতে হলে এ খাতে উন্নতি করতে হবে। ইতিবাচক দিক হচ্ছে মোটামুটি সহজ শর্তে ঋণ পাওয়া যাচ্ছে, যুক্ত করেন ইআরডি'র অতিরিক্ত সচিব।

চিমিয়াও ফান বলেন, বাংলাদেশে বীমাখাতের বিপুল সম্ভাবনা রয়েছে। বিপুল জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও মাত্র ১ শতাংশ মানুষ বর্তমানে সুবিধার আওতায় আছেন। বীমাখাতের প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশে ব্যক্তি, পরিবার ও ব্যবসা পর্যায়ে বীমার আওতা বাড়াবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) তহবিল থেকে পাওয়া এ ঋণে সার্ভিস চার্জ দিতে হবে বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ। এ ঋণ পরিশোধে ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছর সময় পাওয়া যাবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং রাষ্ট্রমালিকানাধীন বীমা করপোরেশন ২০২২ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।