বীমা দাবি পরিশোধ না করায় মামলা

জামিন নিলেন ফারইষ্ট লাইফের চেয়ারম্যান নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: বীমা দাবি পরিশোধ না করায় গ্রাহকের দায়ের করা রাজবাড়ীর মামলায় জামিন নিয়েছেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এ হাজির হয়ে জামিন নেন তিনি।

পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেছেন বিচারক আরিফুজ্জামান। এ তথ্য জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান সুজন।  

এরআগে গত রোববার মামলার দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারায় চার্জ গঠন করেন রাজবাড়ীর একটি বিচারিক আদালত।

বীমা দাবির ২৫ লাখ ২০ হাজার টাকা পরিশোধ না করায় গত বছরের ১৪ মার্চ রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে মামলা করেন রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম বাবু।

দণ্ডবিধি ৪১৮/৪২০ ধারায় দায়ের করা এ মামলা নং-সি/আর ১৭৩/১৭। মামলায় বীমা কোম্পানিটির চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে ১ নং আসামি এবং ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হককে ২ নং আসামি করা হয়।