১০ বাথে ১ লাখ বাথ ক্ষতিপূরণ

নববর্ষে উৎসব প্রেমিদের জন্য বীমা চালু করেছে থাইল্যান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক: নববর্ষকে বরণ করতে বিশেষ বীমা চালু করেছে থাইল্যান্ডের বীমা নিয়ন্ত্রক সংস্থা অফিস অব ইন্স্যুরেন্স কমিশন (ওআইসি) । ট্রাভেল ইন্স্যুরেন্স নামে এ বীমা পলিসিতে ১০ বাথ প্রিমিয়ামে ১ লাখ বাথ ক্ষতিপূরণ দেয়া হয়। সংক্রান উৎসবে যোগ দিতে ইচ্ছুকদের এ বীমা গ্রহণের আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।

নববর্ষকে বরণ করতে এরইমধ্যে মিলন মেলায় পরিণত হয়েছে থাইল্যান্ড। দেশটির নিজস্ব ঐতিহ্য অনুযায়ী আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল উদযাপিত হবে সংক্রান উৎসব। বর্ণিল আয়োজনে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসে উৎসব প্রেমিরা। নববর্ষ উপলক্ষ্যে এ ৩ দিন সেখানে সরকারি ছুটি।

ওআইসি'র সেক্রেটারি জেনারেল সুতিপল থাইচাইকার্ন এর বরাত দিয়ে থাই পিবিএস জানিয়েছে, নববর্ষ উপলক্ষে চালু করা এ বীমার মেয়াদ হবে ৩০ দিন। মাত্র ১০ বাথ প্রিমিয়াম দিয়ে ১ লাখ বাথ এর বীমা কাভারেজ পাওয়া যাবে। দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ১ লাখ বাথ এবং স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ৫০ হাজার বাথ ক্ষতিপূরণ পাবেন বীমা গ্রাহকরা।

২০ বছর থেকে ৭০ বছর বয়সীরা এ বীমা করতে পারবে। দেশটির ৪০টি লাইফ ইন্স্যুরেন্স ১০টি নন-লাইফ বীমা কোম্পানি এ বীমা পলিসি বিক্রির অনুমোদন পেয়েছে। বীমা গ্রাহকের সংখ্যা বাড়ানোর জন্য বীমা গ্রহীতার বয়স সর্বোচ্চ ৭০ বছর পর্যন্ত নির্ধারণ করেছে দেশটির বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা ওআইসি।