ফারইষ্ট লাইফের কুমারখালী শাখায় বৈশাখী অফার, চালু হওয়ার আগেই বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বীমা গ্রাহকদের জন্য এসি, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য উপহার ঘোষণা করে ফারইষ্ট ইসলামী লাইফের কুমারখালী শাখা। ১ বৈশাখ থেকে ৩০ জৈষ্ঠ্য পর্যন্ত এ অফারের আওতায় প্রিমিয়ামের পরিমাণের উপর পুরস্কার পাবেন বীমা গ্রাহকরা।
এমন ঘোষণা দিয়ে লিফলেটও বিতরণ করে বীমা কোম্পানির এই শাখাটি। কিন্তু অফারটি চালু করার আগেই বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কুমারখালী ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান।
বৈশাখী অফার: ১৪২৬ বাংলা নামে এ অফারের আওতায় বাৎসরিক ২ লাখ টাকা প্রিমিয়ামের গ্রাহকদের জন্য ১টি এসি, দেড় লাখ টাকা প্রিমিয়ামে ১টি ফ্রিজ, ১ লাখ টাকা প্রিমিয়ামে ১টি ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন, ৮০ হাজার টাকা প্রিমিয়ামে ১টি মাইক্রো ওভেন, ৫০ হাজার টাকা প্রিমিয়ামে ১টি বেবি বাই সাইকেল উপহার ঘোষণা করা হয়।
এ ছাড়াও বাৎসরিক ৩০ হাজার টাকা প্রিমিয়ামে ১টি চার্জার ফ্যান, ২০ হাজার টাকা প্রিমিয়ামে ১টি সিঙ্গেল গ্যাসের চুলা, ১৫০ হাজার টাকা প্রিমিয়ামে ১টি রাইস কুকার, ১০ হাজার টাকা প্রিমিয়ামে ১টি পেসার কুকার এবং ৫ হাজার টাকা প্রিমিয়ামে ১টি হটপট সেট দেয়ার ঘোষণাও ছিল এ লিফলেটে।
এ বিষয়ে বীমা কোম্পানিটির কুমারখালী ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কর্মীরা এটি ঘোষণা করেছিল। এ অফার সম্বলিত লিফলেটও তারা বিতরণ করেছে। গতকাল অফারটি চালু করা হলেও আজ থেকে এটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে বন্ধ করার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।