সাধারণ মানুষকে সঞ্চয়মুখী করছে পপুলার লাইফ: আইডিআরএ চেয়ারম্যান
ডেস্ক রিপোর্ট: পপুলার লাইফ ইন্স্যুরেন্স সাধারণ মানুষকে সঞ্চয়মুখী করে তুলছে বলে মন্তব্য করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। সম্প্রতি কক্সবাজারে পপুলার লাইফ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সারাদেশের ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে আনন্দ ভ্রমণ আয়োজন করে পপুলার লাইফ। সেখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডআরএ'র চেয়ারম্যান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইডিআরএ'র সদস্য গকুল চাঁদ দাস ও নির্বাহী পরিচালক খলিল আহমদ। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী অনুষ্ঠান পরিচালনা করেন।
শফিকুর রহমান পাটোয়ারী বলেন, দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এই বীমা শিল্প। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে এ শিল্পের অবদান অনেক। লাইফ বীমা প্রতিষ্ঠানগুলো মানুষকে ক্ষুদ্র থেকে শুরু করে তাদের সচ্ছলতা অনুযায়ী সঞ্চয়মুখী করে তুলেছে।
তিনি বলেন, সাধারণ মানুষকে সঞ্চয়মুখী করতে পপুলার লাইফ বিশাল জনশক্তি নিয়ে কাজ করছে। দেশের সকল বীমা কোম্পানি স্বচ্ছতা বজায় রেখে কাজ করলে এ শিল্প আরো এগিয়ে যাবে। সমৃদ্ধ হবে আমাদের এই দেশ।
আইডিআরএ চেয়ারম্যান আরো বলেন, পপুলার লাইফ তাদের মৃত গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করে স্বচ্ছতার পরিচয় দিয়েছে। তাদের এ কাজ খুবই প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বীমা কোম্পানিগুলোকে মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
আলোচনা সভা শেষে কোম্পানির সারাদেশে কর্মরত শাখাগুলোর টার্গেট অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি এসব পুরস্কার তুলে দেন। পরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।