১০০ ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে জেনিথ ইসলামী লাইফ
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ১০০ ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে বেসরকারি লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীমা কোম্পানিটি। আগামী ২৪ মে'র মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২৪ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তিতে ব্রাঞ্চ ম্যানেজারদের শিক্ষাগত যোগ্যতা তা চাওয়া হয়েছে ন্যূনতম স্নাতক। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হতে পারে। ২০ থেকে ৩০ বছর বয়সীরা এ পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ ও দূরদর্শী হতে হবে।
পূর্ণকালীন এ চাকরিতে ব্রাঞ্চ ম্যানেজারদের দায়িত্ব হবে নতুন কর্মী (ফিনান্সিয়াল এসোসিয়েট) নিয়োগ করা। বীমা পলিসি বিক্রয় এবং কর্মী ব্যবস্থাপনা। বীমা কর্মীদের সার্বক্ষণিক তদারকি ও প্রশিক্ষণ প্রদান এবং নতুন ব্যবসা সংগ্রহ ও পুরাতন ব্যবসার সার্ভিস প্রদান। দেশের যেকোন স্থানে তাদের কাজ করতে হবে।
ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নিয়োগ প্রাপ্তদের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে। এ ছাড়াও থাকবে গ্রুপ বীমা ও স্বাস্থ্যবীমা সুবিধা। আকর্ষণীয় বোনাস, ইনসেনটিভ এবং পুরস্কার। থাকবে দ্রুত পদোন্নতির ব্যবস্থাও।
আগ্রহী প্রার্থীদের [email protected] অথবা [email protected] -এই ই-মেইলে নিজ স্বাক্ষরকৃত জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপিসহ যতদ্রুত সম্ভব আবেদন করতে বলা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে যেকোন প্রয়োজনে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/ বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে এবং এ ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) এসএম নুরুজ্জামান বলেন, দেশের বীমাখাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের খুবই অভাব রয়েছে। তাই আমরা চাচ্ছি শিক্ষিত, দক্ষ ও যোগ্যতা সম্পন্নদের নিয়োগ দিতে। এরইমধ্যে কয়েকশ' আবেদনপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে।
তিনি বলেন, আগামী ২৪ মে পর্যন্ত যেসব আবেদন আমাদের কাছে আসবে সেগুলো থেকে যাচাই-বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নিয়োগ দেয়ার চেষ্টা করব। এক্ষেত্রে কোন প্রকার লেনদেন বা যোগাযোগের সুযোগ নেই। শুধুমাত্র যোগ্যতা প্রমাণের মাধ্যমেই এখানে নিয়োগ পেতে হবে বলেও জানান এসএম নুরুজ্জামান।