বিআইএ'র প্রাক-বাজেট সংবাদ সম্মেলন কাল
নিজস্ব প্রতিবেক: আসন্ন ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট নিয়ে প্রাক-বাজেট সংবাদ সম্মেলন আয়োজন করেছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । আগামীকাল সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিআইএ'র সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বীমাখাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে। এতে সভাপতিত্ব করবেন বিআইএ'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। রোববার সংগঠনটির মহাসচিব নিশীত কুমার সরকার স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।