প্রাক-বাজেট সংবাদ সম্মেলন

বীমা গ্রাহকের বোনাসে ৫% গেইন ট্যাক্স প্রত্যাহার চায় বিআইএ

নিজস্ব প্রতিবেদক: লাইফ বীমা কোম্পানিগুলোর গ্রাহকদের জমাকৃত প্রিমিয়ামের অতিরিক্ত প্রদেয় বোনাসের ওপর আরোপিত ৫ শতাংশ গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিআইএ কার্যালয়ে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বীমা মালিকরা জানিয়েছেন, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫২টি ধারা সন্নিবেশ করে ২০১৪ সালে এই গেইন ট্যাক্স আরোপ করা হয়েছে। যার কারণে বীমা ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং লাইফ বীমার প্রতি সাধারণ মানুষ আগ্রহ হারাবে। একইসঙ্গে বীমা শিল্পের অগ্রগতির জন্য সরকারের চলমান উদ্যোগও ব্যহত হবে বলে তারা মনে করেন।

বিআইএ জানিয়েছে, বিশ্বের প্রায় সব দেশেই বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরিশোধিত প্রিমিয়ামের অতিরিক্ত বীমা সুবিধাকে আয়করের আওতামুক্ত রাখে। বীমা সুবিধার ওপর এই আয়কর আরোপ করা হলে বীমা সুবিধার আওতায় থাকা মানুষের সংখ্যা আরো কমে যাবে বলে উল্লেখ করেছে বীমা মালিকদের এ সংগঠন।

বিআইএ'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রথম ভাইস-প্রেসিডেন্ট ও সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান প্রফেসর রুবিনা হামিদ, দ্বিতীয় ভাইস-প্রেসিডেন্ট ও নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক, ইউনিয়ন ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোজাফফর হোসেন পল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।