১৫ টাকায় বীমা করে চিকিৎসা পাবেন ক্যান্সার ও কিডনি রোগীরা
নিজস্ব প্রতিবেদক: মাসে মাত্র ১৫ টাকা দিয়ে চিকিৎসা পাবেন ক্যান্সার ও কিডনি রোগীরা। কিডনির ডায়ালাইসিস ও অন্যান্য নিয়মিত চিকিৎসার জন্য আরো কোনো টাকা খরচ করতে হবে না রোগীদের। শিগগিরই সাধারণ বীমা করপোরেশন এ স্কিম চালু করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল্লাহ ফারুক মিলনায়তনে ‘ফান্ডামেন্টালস অব ইন্স্যুরেন্স’ বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন, সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান শিবলি রুবাইতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মো. আখতারুজ্জামান, অর্থসচিব ইউনুসুর রহমান, সাবেক ভাইস-চ্যান্সেলর একে আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, প্রো ভিসি ড. মুহাম্মদ সামাদ, ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন একচ্যুয়ারি, বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
শিবলী রুবাইয়াতুল ইসলাম জানান, এ বিষয়ে ইতোমধ্যেই মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে কথা হয়েছে। তিনি এ বিষয় সম্মতি দিয়েছে।
তিনি আরো জানান, মোবাইল ব্যাবহারকারীরা মাসে সংশ্লিষ্ট অপারেটরদের মাধ্যমে ১৫ টাকা পরিশোধ করবে। এটাকা নেয়া হবে প্রিমিয়াম হিসেবে। তিনি আরো জানান, ইতোমধ্যে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবির সাথে কথা হয়েছে। এ কোম্পানিটি বলেছে গ্রাহকরা এ টাকা না দিলে রবি নিজেই গ্রাহকদের হয়ে এ টাকা পরিশোধ করবে।