এজেন্ট কমিশনের ওপর ১৫% ভ্যাট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক: এজেন্ট কমিশনের ওপর ১৫% ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
তিনি বলেন, বীমা প্রতিষ্ঠানগুলো পলিসির ওপর ১৫% মূসক প্রদান করে থাকে। পলিসির এ সেবা প্রদানে একজন এজেন্ট নিয়োজিত থাকেন। এই এজেন্টদের কমিশন পলিসির মূল্য থেকে পরিশোধ করা হয়। তাই সর্বমোট পলিসির মূল্য থেকে পূর্বে মূসক পরিশোধ করায় বীমা এজেন্ট কমিশন বাবদ প্রদেয় মূসক দ্বৈত কর হয়। এই দ্বৈত কর পরিহারের উদ্দেশ্যে বীমা এজেন্ট কমিশনের ওপর ১৫% ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।
উল্লেখ, বীমা এজেন্টদের কমিশনের ওপর ১৫% মূসক প্রত্যাহারে দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছিল বীমা মালিকরা। তাদের দাবি ছিল এজেন্ট খুব অল্প আয় করে থাকে। এজেন্টরা কমিশনের ওপর ৫% ট্যাক্স দিয়ে থাকে। এর ওপর ১৫% ভ্যাট দিতে হলে তা বীমা খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
এবারে বাজেট উপলক্ষ্যেও বীমা খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এ ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়।