বীমা খাতের জন্য সুসংবাদ

করপোরেট ট্যাক্স কমছে ২.৫%

নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বীমা কোম্পানিগুলোর করপোরেট ট্যাক্স ২.৫% কমানোর প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।

এই প্রস্তাবনা অনুসারে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর জন্য করপোরেট ট্রাক্স পূর্বের ৪০ শতাংশের যায়গায় এখন হবে ৩৭.৫%।

আর অ-তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোর করপোরেট ট্যাক্স পূর্বের ৪২.৫% শতাংশের পরিবর্তে এখন হবে ৪০%।

উল্লেখ্য, দীর্ঘ দিন থেকেই করপোরেট ট্যাক্স কমানোর দাবি জানিয়ে আসছে বীমা মালিকরা। এ বারের বাজেটে করপোরেট ট্যাক্স কমানোর দাবি করা হয়। এ দাবি নিয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এনবিআর'র সাথে একাধিক বৈঠক করে। 

বিআইএ’র লিখিত প্রস্তাবে করপোরেট ট্যাক্স কত কমাতে দাবি করছে তারা তা উল্লেখ ছিল না। তবে বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বীমা খাতের নেতারা করপোরেট ট্যাক্স অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে সামঞ্জস্য রেখে কমানোর দাবি জানান।